

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইউরোপের বিভিন্ন দেশে ভারী তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আকাশপথে দেখা দিয়েছে বড় ধরনের অচলাবস্থা—বিভিন্ন দেশে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রাণ হারানোদের মধ্যে পাঁচজনই ফ্রান্সের নাগরিক। দেশটিতে সড়কে জমে থাকা বরফের ওপর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। অপর নিহত ব্যক্তি বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার রাজধানী সারায়েভোর বাসিন্দা; সেখানে ঝড়ের সময় একটি গাছ গাড়ির ওপর ভেঙে পড়ায় ওই দুর্ঘটনা ঘটে।
বলকান অঞ্চলের দেশগুলোতে শুধু তুষারপাতই নয়, অনেক জায়গায় একসঙ্গে ভারী বৃষ্টিও হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোত মঙ্গলবার এক বিবৃতিতে আবহাওয়া অফিসের তথ্য তুলে ধরে জানান, আগামী কয়েক দিন দেশজুড়ে তুষারপাত অব্যাহত থাকতে পারে। তিনি নাগরিকদের অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং সম্ভব হলে বাসা থেকেই কাজ করার আহ্বান জানান। ইতোমধ্যে ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টি জেলার মধ্যে ৩৮টিতে তুষারপাতের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বৈরী আবহাওয়ার সরাসরি প্রভাব পড়েছে বিমান চলাচলে। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রধান বিমানবন্দর রোইসি–চার্লস দ্য গল মঙ্গলবার তাদের নির্ধারিত ফ্লাইটের প্রায় ৪০ শতাংশ বাতিল করে। একই দিনে নেদারল্যান্ডসের আমস্টারডামের শিফোল বিমানবন্দর থেকে চার শতাধিক ফ্লাইট বাতিল করা হয়।
এর ফলে ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন। আমস্টারডাম থেকে নরওয়ে যাওয়ার উদ্দেশ্যে আসা স্পেনের নাগরিক জাভিয়ের সেপুলভেদা জানান, হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় তিনি অন্য যাত্রীদের সঙ্গে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে বাধ্য হন।
রয়টার্সকে তিনি বলেন, যাত্রীদের উৎকণ্ঠা ও অনিশ্চয়তার কারণে বিমানবন্দরের পরিবেশ ছিল অত্যন্ত বিশৃঙ্খল, হতাশাজনক ও চাপপূর্ণ।
মন্তব্য করুন

