

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেদারল্যান্ডসে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত আতশবাজিতে দুর্ঘটনার কারণে দু’জন মারা গেছেন এবং আলাদা এক ঘটনায় দেশটির রাজধানী আমস্টারডামে একটি প্রাচীন গির্জা আগুনে বিধ্বস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, নতুন বছরের রাতে বিভিন্ন অঞ্চলে প্রচুর আতশবাজি ও সহিংসতা দেখা গেছে, যার অংশ হিসেবে দুইটি আলাদা ঘটনায় দু’জন মারা যান। একজন ৩৮ বছর বয়সী পুরুষ আমস্টারডামের কাছে Aalsmeer-এ, এবং আরেকজন ১৭ বছর বয়সী একটি কিশোর Nijmegen শহরে আতশবাজি দুর্ঘটনায় নিহত হন। তাছাড়া আরও কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।
একই সময়েই ভন্ডেলকার্ক পার্কের কাছে অবস্থিত ঐতিহাসিক “ভন্ডেলকর্ক” গির্জায় মধ্যরাতে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। ১৮৭২ সালে নির্মিত এই নিও-গথিক শৈলীর ভবনটির পাঁচ দশক লম্বা টাওয়ার ও ছাদ ব্যাপকভাবে পুড়ে নষ্ট হয়ে গেছে এবং পুরো ভবনটিও ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। Authorities এখনো আগুন লাগার প্রকৃত কারণ জানাতে পারেনি।
উল্লেখযোগ্য, নেদারল্যান্ডসে নববর্ষ উদযাপনে ব্যক্তি পর্যায়ে আতশবাজি ব্যবহারের উপর একটি জাতীয় স্তরের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সময় খুব কাছাকাছি, এবং এ নিয়ে বহু বছর ধরেই নিরাপত্তা কর্মী ও আইনপ্রণেতারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন

