শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণ, নিহত ৪০

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণ
expand
সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণ

সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট ক্রাঁ-মন্তানায় নববর্ষ উদযাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। আহতদের একটি বড় অংশই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরের দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই পর্যটনকেন্দ্রে ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে এটি বিস্ফোরণ বলে মনে হলেও পরে তদন্তকারীরা জানান, ঘটনাটি পরিকল্পিত কোনো হামলা নয়; বরং দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের দিকেই বেশি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত দুই ফরাসি নাগরিক এমা ও আলবান স্থানীয় গণমাধ্যমে জানান, নিচতলার কাঠের ছাদের খুব কাছে আগুন দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কের মধ্যে তারা সরু সিঁড়ি বেয়ে বের হতে সক্ষম হলেও এর পরপরই আগুন উপরের তলাতেও ছড়িয়ে পড়ে।

ইতালির সুইজারল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত জিয়ান লরেঞ্জো করনাদো জানান, বারের ভেতরে আতশবাজি ব্যবহারের জেরেই আগুন ধরে যাওয়ার প্রাথমিক ধারণা পাওয়া গেছে। নিখোঁজদের খোঁজে ইতোমধ্যে বহু ইতালীয় পরিবার সেখানে জড়ো হয়েছেন। তবে ইতালীয় নাগরিক নিহত বা আহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ভোরের পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং বারের সামনে স্থাপন করা হয় ফরেনসিক তাবু। ভ্যালাই ক্যান্টনের নিরাপত্তা প্রধান স্তেফান গাঞ্জার জানান, উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে চরম বিশৃঙ্খল ও ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হন।

পুলিশ প্রধান ফ্রেদেরিক গিসলার এক সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রায় ১০০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশের অবস্থা গুরুতর এবং বহু মানুষের প্রাণহানির বিষয়টি দুঃখজনকভাবে নিশ্চিত।

আহতদের সিওঁ, লোজান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। গুরুতর দগ্ধ হওয়ায় মৃতদের শনাক্ত করতে সময় লাগবে বলে জানানো হয়েছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সুইস পুলিশের দেয়া হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৪০ জন। স্থানীয় কৌঁসুলি বিআত্রিস পিলু জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং আপাতত এটিকে একটি বড় অগ্নিকাণ্ড হিসেবেই বিবেচনা করা হচ্ছে, হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X