শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংককে হঠাৎ দেবে ১৬০ ফুট গর্ত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
expand
ব্যাংককে হঠাৎ দেবে ১৬০ ফুট গর্ত 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ব্যস্ত রাস্তায় হঠাৎ করে বিশাল ধস বা সিংকহোল দেখা দিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

একটি হাসপাতালের সামনে জমে থাকা মাটির ভাঙনের ফলে প্রায় ৫০ মিটার (প্রায় ১৬০ ফুট) গভীর গর্ত তৈরি হয়। ঘটনার পরপরই আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এএফপির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় পুলিশ স্টেশন ও ভাজিরা হাসপাতালের সামনে একটি আবাসিক এলাকায় এই গর্ত সৃষ্টি হয়েছে। ধসে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং ভাঙা পাইপ থেকে পানি বের হতে দেখা গেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি পিকআপ ট্রাক গর্তের একেবারে কিনারে ঝুলে আছে।

ব্যাংককের ডিজাস্টার প্রিভেনশন ডিপার্টমেন্টের পরিচালক সুরিয়াচাই রাভিওয়ান জানিয়েছেন, সাম্প্রতিক ভারি বৃষ্টির কারণে লিক করা পাইপের পানি মাটি ধুয়ে ফেলেছে। এতে মাটির নিচের স্তর দুর্বল হয়ে ধসের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ধসে কেউ আহত হয়নি। এ ছাড়া ধুয়ে যাওয়া মাটির একটি অংশ নির্মাধীন সাবওয়ে স্টেশনের দিকে চলে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

সুরিয়াচাই আরও জানান, ধসে যাওয়া সড়কটি স্টেট-রান মাস র‍্যাপিড ট্রানজিট অথরিটির একটি আন্ডারগ্রাউন্ড প্রকল্পের অংশ। কর্তৃপক্ষ ঘটনাটির কারণ খতিয়ে দেখছে। ধসের মুখোমুখি থাকা স্থানীয় পুলিশ স্টেশন খালি করা হয়েছে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা সায়াম বুন্সম আশপাশের অ্যাপার্টমেন্ট ব্লকগুলোও খালি করার নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, সামসেন রোডের নির্মাণ এলাকা থেকে মানুষ দৌড়ে পালাচ্ছে, রাস্তা ফাটল ধরছে এবং গর্ত পানিতে ভরে যাচ্ছে।

ভাজিরা হাসপাতাল, যা থাইল্যান্ডের শীর্ষ মেডিকেল ইউনিভার্সিটির একটি অংশ, ফেসবুকে জানায় যে আপাতত তাদের সেবা স্থগিত করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু করা হবে। হাসপাতালের এক কর্মী নোপ্রদেচ পিতপেং (২৭) জানান, সকালে একটি প্রচণ্ড শব্দ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তার ভাষায়, ‘আমার পুরো ফ্ল্যাট হঠাৎ কেঁপে ওঠে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন