বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
দুর্ঘটনা
expand
দুর্ঘটনা

থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে বুধবার সকালে একটি বড় ধরনের দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, রাজধানী ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তর-পূর্বাঞ্চলের শিখিও জেলা অতিক্রম করে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। পথে উচ্চগতির রেললাইন প্রকল্পের একটি নির্মাণস্থলে থাকা ক্রেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন জ্বলে ওঠে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে আনুমানিক ১৯৫ জন যাত্রী ও রেলকর্মী ছিলেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পেছনের কারণ জানতে প্রাথমিক তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। দুর্ঘটনার জন্য দায়ী বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X