রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো তাইওয়ান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

দেশটির প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইলান শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ কিলোমিটার গভীরে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা রাজধানী তাইপেতেও প্রবলভাবে অনুভূত হয়েছে। কম্পনের ফলে শহরটির বহুতল ভবনগুলো দীর্ঘক্ষণ ধরে দুলতে থাকে।

স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক তথ্য নির্ণয় করতে কাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।

এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে বুধবার ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। প্রশাসনের তথ্যমতে, কম্পনের গভীরতা ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চল। গত কয়েক দশকে দেশটিতে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছে।

এছাড়াও ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ানে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X