

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাপানে ফের অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প, যার পরপরই দেশটির সংশ্লিষ্ট দপ্তরগুলো সুনামির সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, শুক্রবার স্থানীয় সময় দুপুরের কাছাকাছি জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, আয়োমোরি প্রিফেকচারের উপকূলে ভূকম্পনটি শনাক্ত করা হয় এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে।
এটি কয়েক দিনের ব্যবধানে ওই এলাকায় দ্বিতীয় বড় ভূমিকম্প। এর আগে একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন আঘাত হানায় হোক্কাইদো থেকে চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় আগাম সতর্কতা দেওয়া হয়েছিল। তখনই জানানো হয়—এক সপ্তাহের ভেতর আরও একটি বড় ধাক্কা অনুভূত হতে পারে।
সাম্প্রতিক দুটি ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।
মন্তব্য করুন

