রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে কম্পনটি আঘাত হানে।

প্রাথমিকভাবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। পরে পরিস্থিতি মূল্যায়ন করে সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এর আগে মাত্র কয়েক দিন আগে একই এলাকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত ৩০ জন আহত হন। সেই ঘটনায় ২ হাজারের বেশি বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সাম্প্রতিক ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হনশু দ্বীপের আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, সাগরের নিচে প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

সমুদ্রগর্ভে উৎপত্তিস্থল হওয়ায় শুরুতে সুনামির সম্ভাবনা বিবেচনায় সতর্কতা জারি করলেও পরে জাপানের আবহাওয়া দপ্তর তা তুলে নেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X