

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন কাতার ও সৌদি আরবের আহ্বান মেনে নেয়ায় “অল্প সময়ের জন্য” পাকিস্তানের সঙ্গে বিদ্যমান সংঘাত থামিয়ে দেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
মুত্তাকি বলেন, “গত রাতের অপারেশনে আমাদের নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে। কাতার ও সৌদি আরবের অনুরোধে আমরা আপাতত সংঘাত বন্ধ রাখছি।”
তিনি পাকিস্তানের সাধারণ জনগণের প্রতি সহমর্মিতা ব্যক্ত করে বলেন, “পাকিস্তানের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চান; সাধারণ পাকিস্তানিদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই।”
তবে মুত্তাকি সতর্ক করে বলেন, “যদি পাকিস্তান চায় না শান্তি করবে, তাহলে আফগানিস্তানের কাছে অন্য অপশনও রয়েছে।”
তিনি আভাস দিয়েছেন যে পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে।
গত শনিবার রাতভর দুই পাশে সংঘটিত সীমান্ত সংঘর্ষের পর দুই দেশেরই হতাহতের দাবি রয়েছে এবং সংখ্যা নিয়ে বিবাদ চলছে।
পাকিস্তানি সামরিক সূত্র জানিয়েছে, তাদের হামলায় আফগান তালেবান ও অন্যান্য যোদ্ধাদের মধ্যে ২০০-এর বেশি নিহত হয়েছে এবং নিজেদের ২৩ সেনা নিহত হয়েছে; অপরদিকে তালেবান মুখপাত্র দাবি করেছেন, আফগান হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছে এবং নিজেদের কয়েকজন মৃত্যুবরণ করেছে।
দুই পক্ষের ওই দাবি মেলেনি এবং ঘটনাস্থল ও ক্ষয়ক্ষতির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আন্তর্জাতিক মধ্যস্থতায় কাতার ও সৌদি আরবের অনুরোধেই আপাতত পরিস্থিতি স্থগিত রাখা হয়েছে বলে আফগান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে।
মন্তব্য করুন
