শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে কারফিউ জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:৩০ পিএম
জেনজিদের সঙ্গে এই সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। সংগৃহীত ছবি
expand
জেনজিদের সঙ্গে এই সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। সংগৃহীত ছবি

নেপালে জেন-জি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। দু’পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। খবর—এএফপি।

বারা জেলায় জেন-জি সদস্যদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল) সমর্থকদের সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন গণজমায়েত নিষিদ্ধ করে। প্রশাসন জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

এর আগে বুধবার সিমারা এলাকায় জেন-জি বিক্ষোভকারীদের সমাবেশ ও সিপিএন–ইউএমএল কর্মীদের পাল্টা র‌্যালিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের কাছেও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পরে সংঘর্ষ বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্তৃপক্ষ কারফিউ জারি করে।

পুলিশ জানায়, ঘটনায় কেউ গুরুতরভাবে আহত হয়নি। নেপাল পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা আবি নারায়ণ কাফলে এএফপিকে বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক… কেউ গুরুতর আহত হয়নি।

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ‘অপ্রয়োজনীয় রাজনৈতিক উসকানি’ থেকে বিরত থাকার অনুরোধ করেন। তিনি ২০২৬ সালের ৫ মার্চের নির্ধারিত নির্বাচনের প্রতি আস্থা রাখার আহ্বানও জানান।

তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সংযম ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন