

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এবার সরাসরি রাজনীতিতে শক্ত বার্তা দিলেন। বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘যুদ্ধের ঘোষণা’ দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে দলীয় দ্বিতীয় সম্মেলনে হাজারো সমর্থকের সামনে দেওয়া বক্তৃতায় তিনি বিজেপিকে ‘ফ্যাসিস্ট শক্তি’ আখ্যায়িত করেন।
বিজয় তার বক্তব্যে বলেন, “সিংহ সবসময় সিংহই থাকে। তার গর্জন দূর পর্যন্ত প্রতিধ্বনিত হয়। শেয়াল যতই থাকুক, বনের রাজা কিন্তু সিংহই।”
তিনি আরও স্পষ্ট করে জানান, বিজেপি তার দলের কাছে আদর্শগত শত্রু আর তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে বিজয় ঘোষণা করেন, তার দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) এককভাবে লড়বে, কোনো জোটে নয়।
তামিল রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রভাব নতুন নয়। এন. টি. রামা রাও, জয়ললিতা কিংবা কামাল হাসানের মতো নেতাদের পর এবার থালাপতি বিজয়ও রাজনীতির ময়দানে নিজের অবস্থান আরও শক্তভাবে জানান দিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
