শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তামিলনাড়ুতে দুর্ঘটনার পর থালাপতি বিজয়ের রাজ্য সফর বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পিএম
তামিলনাড়ুতে দুর্ঘটনার পর থালাপতি বিজয়ের রাজ্য সফর বাতিল
expand
তামিলনাড়ুতে দুর্ঘটনার পর থালাপতি বিজয়ের রাজ্য সফর বাতিল

অভিনেতা থেকে রাজনীতিতে নাম নেওয়া থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তামিলনাড়ুর কারুরে সম্প্রতি একটি জনসভায় ৪১ জনের মৃত্যু ঘটার পর তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এই সিদ্ধান্ত নিয়েছে। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন।

এনডিটিভির বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে বিজয়ের সফর স্থগিতের ঘোষণা জানানো হয়েছে।

দল জানিয়েছে, আমরা প্রিয়জনদের হারানোর বেদনা ও শোকে আচ্ছন্ন। তাই দলের নেতার আগামী দুই সপ্তাহের জনসভা স্থগিত করা হচ্ছে। নতুন কর্মসূচির বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনার মূল সমাবেশে ৫১ বছর বয়সী বিজয় প্রায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছান। দুপুর থেকেই উপস্থিত লোকজন সমাবেশে জমা হতে শুরু করেছিলেন। বিজয়ের দেরি হওয়ার কারণে ভিড় নিয়ন্ত্রণে রাখা যায়নি।

স্থানীয় সূত্রের খবর, সমাবেশের জন্য বরাদ্দ ছিল প্রায় ১০ হাজার জনের, তবে উপস্থিত হয়েছিল প্রায় ৩০ হাজার মানুষ। নিরাপত্তা নির্দেশিকা উপেক্ষা করা হয় এবং পর্যাপ্ত খাবার, পানি ও জরুরি চিকিৎসা ব্যবস্থা রাখা হয়নি। পুলিশ জানিয়েছে, এ কারণগুলো মিলিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সমাবেশ চলাকালীন অনেক মানুষ অজ্ঞান হলেও অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি।

দুর্ঘটনার পর বিজয় শোক প্রকাশ করেছেন এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। টিভিকে নেতারা বলেছেন, আমরা এর আগে বহু বড় সমাবেশ করেছি, কিন্তু এমন কোনো দুর্ঘটনা ঘটেনি।

বিজয়ের সফর স্থগিত থাকলেও দলের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন কর্মসূচি পরে ঘোষণা করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে শোক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর যথাযথ সমাধান আশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন