শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২১ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।

স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টা ৫৮ মিনিটে হওয়া শক্তিশালী এই কম্পনের ফলে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও প্রশাসনিক কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে। খবর এএফপির।

ভূমিকম্পের সময় মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শাইনবাউম তাঁর নিয়মিত সকালের সংবাদ সম্মেলনে ব্যস্ত ছিলেন। কম্পন শুরু হওয়ার পর যখন ভূমিকম্পের জরুরি সতর্কতা বেজে ওঠে, তখন তিনি উপস্থিত সাংবাদিকদের নিয়ে দ্রুত রাষ্ট্রপতি প্রাসাদ খালি করে নিরাপদ স্থানে চলে যান। পরিস্থিতির উন্নতি হলে কয়েক মিনিট পর তাঁরা আবারও ফিরে আসেন।

দেশটির প্রেসিডেন্ট শাইনবাউম জানিয়েছেন, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। এলাকাটি মেক্সিকো সিটি থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকো সিটি বা গুয়েরেরোতে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটে আঘাত হানে। মেক্সিকো সিটির কেন্দ্রস্থল মূলত প্রাচীন এক হ্রদের তলদেশের কর্দমাক্ত মাটির ওপর নির্মিত হওয়ায় এটি ভূমিকম্পের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের গুয়েরেরো রাজ্য থেকেই মেক্সিকোর সবচেয়ে তীব্র ভূমিকম্পগুলোর উৎপত্তি হয়ে থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X