বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে জয় রাশিয়ার পক্ষেই যাবে: পুতিন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
expand
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

নতুন বছরের শুরুতে ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের বিজয় নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, এই সংঘাতে শেষ পর্যন্ত জয় রাশিয়ার পক্ষেই যাবে।

একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করে জানিয়েছেন, শান্তির নামে কোনও দুর্বল বা আপসকামী চুক্তি তারা গ্রহণ করবেন না। তার ভাষায়, শান্তি প্রয়োজন হলেও তা হতে হবে ন্যায়সঙ্গত ও শক্ত অবস্থান থেকে। এ অবস্থায় যুদ্ধ, শান্তি আলোচনা এবং পারস্পরিক হামলার অভিযোগ সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রায় চার বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বুধবার টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন ইউক্রেনে যুদ্ধরত সেনাদের প্রতি সমর্থন জানাতে রুশ জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সেনাদের পাশাপাশি দেশের বিজয়ের প্রতিও তার আস্থা রয়েছে।

তবে যুদ্ধের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কারণ একদিকে কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে সংঘর্ষও থেমে নেই।

বিশ্লেষকদের মতে, পুতিনের এই ভাষণ রাশিয়ার রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। ২৬ বছর আগে নববর্ষের দিনেই তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন হঠাৎ পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করেন পুতিনের হাতে। এরপর দীর্ঘ সময় ধরে তিনি রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার শাসনামলে চেচনিয়া অভিযান, জর্জিয়ায় সামরিক হস্তক্ষেপ এবং সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পক্ষে সরাসরি ভূমিকা নেওয়ার মতো সিদ্ধান্ত দেখা গেছে। এসব অভিযানে বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও রয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে—ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে তা দেশটির সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে।

অন্যদিকে, নববর্ষের ভাষণে জেলেনস্কি বলেন, তারা যুদ্ধের অবসান চান, তবে সেটি যেন ইউক্রেনের অস্তিত্বের বিনিময়ে না হয়। তিনি জানান, শান্তিচুক্তি অনেকটাই প্রস্তুত হলেও শেষ অংশটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটিই চূড়ান্ত ফল নির্ধারণ করবে।

এরই মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন নোভগোরোদ অঞ্চলে পুতিনের একটি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছিল, যা প্রতিহত করা হয়েছে। তবে কিয়েভ এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে, মস্কো নতুন হামলার অজুহাত তৈরির চেষ্টা করছে।

রাশিয়ার দাবি অনুযায়ী, মোট ৯১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এতে কেউ হতাহত হয়নি। পুতিনের বাসভবনও নিরাপদ রয়েছে বলে জানানো হয়।

এই অভিযোগ ঘিরে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও পাকিস্তান উদ্বেগ প্রকাশ করলেও ইউক্রেন বলেছে, যে ঘটনা ঘটেনি তা নিয়ে প্রতিক্রিয়া জানানো অযৌক্তিক। পশ্চিমা দেশগুলোও রাশিয়ার দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কাল্লাস মন্তব্য করেন, শান্তি আলোচনা ভেস্তে দিতেই রাশিয়া ভিত্তিহীন অভিযোগ তুলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X