বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ১৩৩ বার ভূমিকম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশে ঘন ঘন মৃদু ভূমিকম্পের সতর্কতার পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলেও ভূকম্পনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জনপ্রিয় ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে কমপক্ষে ১৩৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলের আপডেটে প্রকাশিত এই তথ্য বৈশ্বিক টেকটোনিক অস্থিতিশীলতার চিত্র তুলে ধরে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী এই প্ল্যাটফর্ম আরও জানায়, সাম্প্রতিক এই সক্রিয়তা বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করেছে। ওয়েবসাইটের তথ্যমতে, গত সাত দিনে বিশ্বের বিভিন্ন স্থানে মোট ৮৫৪টি ভূমিকম্প এবং গত এক মাসে ৩ হাজার ৫৮৯টি ভূমিকম্প সংঘটিত হয়েছে।

এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে পৃথিবীর বিভিন্ন ফল্ট লাইন জুড়ে মাঝারি থেকে মৃদু কম্পন বেড়েছে, যা ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, বড় মাত্রার ভূমিকম্পের শক্তি সঞ্চয়ের একটি ইঙ্গিত হতে পারে।

উল্লেখ্য, গত শুক্রবার (২১ নভেম্বর) দেশে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর পাশাপাশি শনিবার আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন