শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহ নিয়ে ১০ জেলার জন্য দুঃসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম
ঘন কুয়াশা
expand
ঘন কুয়াশা

দেশজুড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (৭ জানুয়ারি) দেশের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ চলমান থাকবে।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে প্রকাশিত নিয়মিত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা ধীরে ধীরে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপথ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই ১০ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবুও কুয়াশা সূর্যালোকের স্বল্পতার কারণে শীতের প্রকোপ কমবে না।

গত মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। একই দিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, বাতাসে দূষণজনিত ভাসমান কণার পরিমাণ বেড়ে যাওয়ায় কুয়াশা সহজে কাটছে না। এর ফলে সূর্যের আলো কম পাওয়া যাচ্ছে এবং শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।

এদিকে প্রচণ্ড ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। আবহাওয়া অফিসের মতে, বাতাসে ভাসমান কণার আধিক্যই এই দীর্ঘস্থায়ী কুয়াশা ও বাড়তি শীতের অন্যতম কারণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X