রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পিএম
আবহাওয়া অফিস
expand
আবহাওয়া অফিস

ডিসেম্বর মাসে দেশের তাপমাত্রা কমে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুব কম, তারপরও মাসজুড়েই শীত ধীরে ধীরে বাড়বে।

সোমবার (১ ডিসেম্বর) প্রকাশিত এক মাস মেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে—ডিসেম্বর মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় ১–২টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। আর মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০° সে.) থেকে মাঝারি (৬-৮° সে.) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া এ সময় দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ডিসেম্বরে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X