সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেসির গুরুত্ব বুঝলেন না মোদি!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি দীর্ঘ ১৪ বছর পর ভারত সফরে এসেছেন। এ সফরের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করার কথা ছিল মেসির। তবে শেষ মুহূর্তে এ সাক্ষাৎ বাতিল করা হয়েছে।

গোট ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে আজ সোমবার নয়াদিল্লিতে মেসির ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল। এই বৈঠকের জন্য ২১ মিনিটের একটি প্রোটোকলও প্রস্তুত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার দিনের বিদেশ সফরে যাচ্ছেন। এসময়ের মধ্যে তিনি জর্ডান, ইথিওপিয়া ও ওমান সফর করবেন।

ভারত ছাড়ার আগে তিনি এক বিবৃতিতে জানান, আজ তিনি এই তিন দেশে যাচ্ছেন। এই দেশগুলোর সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতাগত সম্পর্ক রয়েছে এবং বিস্তৃত সমসাময়িক দ্বিপাক্ষিক যোগাযোগও রয়েছে।

এদিকে মেসির তিন দিনের সফরও শেষ হচ্ছে আজ। এই সফরে তার প্রথম গন্তব্য ছিল কলকাতা। তবে সেখানে এক অনাকাঙ্খিত পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। দর্শকদের বিশৃঙ্খল আচরণ আর ভাঙচুরের ঘটনার পর মাত্র ২২ মিনিটের মধ্যেই স্টেডিয়াম ত্যাগ করেন তিনি।

পরবর্তী দুই শহর হায়দরাবাদ ও মুম্বাইয়ে সফর নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়। মেসির ভারত সফরের শেষ পর্ব অনুষ্ঠিত হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X