সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম
ইনকিলাব মঞ্চের ব্রিফিং
expand
ইনকিলাব মঞ্চের ব্রিফিং

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির সবশেষ শারীরিক পরিস্থিতি জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবির।

তিনি বলেছেন, গত দুইদিন ধরে শারীরিক অবস্থা যেমন ছিল, তেমন একটা পরিবর্তন আসেনি।

তিনি আরও বলেন, আমরা বোর্ড মিটিংয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, পরিবার চাইলে বা রাষ্ট্র যদি মনে করে, তাহলে ওসমান হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করতে পারে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাবির।

তিনি আরও বলেন, সরকারিভাবে যদি পাঠানো হয়, কিছু প্রসিডিউর রয়েছে। ইনকিলাব মঞ্চ ইতোমধ্যে অর্ধকোটি টাকা ধার করে এয়ারক্রাফট ভাড়া করেছে হাদিকে বিদেশে চিকিৎসার জন্য। এখন পর্যন্ত সরকার কাছ থেকে কোনো সহায়তা গ্রহণ করেনি।

এসময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ড. ইউনূস মহোদয়, আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন। মাঝেমধ্যে মুচকি হাসেনও। আপনার লজ্জা পাওয়া উচিত। ওসমান হাদি কোনো ঠুনকো ব্যক্তি নয়। তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। সেই হাদির নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির ১২ তারিখ নির্বাচন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X