

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুই অস্ত্রধারী ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে বলে জানা গেছে। রোববার যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান হোসাইন শাহিদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হামলায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর নামের দুই ব্যক্তি ঘটনার পরপরই রাজধানী এলাকা ত্যাগ করে। প্রথমে তারা মিরপুর থেকে আশুলিয়ায় যান, এরপর গাজীপুর হয়ে একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহে প্রবেশ করেন।
ময়মনসিংহে পৌঁছানোর পর তারা ব্যবহৃত গাড়িটি পরিবর্তন করে অন্য একটি প্রাইভেট কারে ওঠেন। এরপর ওই গাড়িতে করে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে যান। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে করে তারা ভুটিয়াপাড়া সীমান্তের দিকে রওনা দেন।
হোসাইন শাহিদ আরও জানান, সীমান্ত এলাকায় পৌঁছে ওই দুই হামলাকারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। পরে সেখানে আগে থেকে থাকা আরেক ব্যক্তি তাদের গ্রহণ করে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া স্থানীয় ওই ব্যক্তিকে এখনও আটক করা সম্ভব হয়নি। তবে সীমান্ত এলাকায় উপস্থিত আরও দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

