

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লা লিগায় প্রত্যাশা অনুযায়ী ফল পেল না রিয়াল মাদ্রিদ। এলচের বিপক্ষে দু’বার পিছিয়ে পড়ার পরও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো জাবি আলোন্সোর দলকে।
ম্যাচে এক পয়েন্ট পেলেও তালিকার শীর্ষস্থানীয়রা হারাল মূল্যবান দুই পয়েন্ট যা তাদের পুনরায় শিরোপা জয়ের পথে স্পষ্ট ধাক্কা।
প্রথমার্ধে উভয় দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও কেউ গোল খুঁজে পায়নি। রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পের দুটি শট দারুণভাবে ঠেকিয়ে দেন এলচের গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। বিপরীতে এলচের রাফা মিরও সোনার সুযোগ কাজে লাগাতে পারেননি কোর্তোয়াকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।
বিরতির পর মাঠে ফিরেই ম্যাচ উষ্ণ হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগোর একটি চেষ্টা রুখে দেন পেনিয়া। এরপর ৫৩ মিনিটে দারুণ সমন্বয়ের আক্রমণ থেকে আলেশ ফেবাস গোল করে এগিয়ে দেন এলচেকে। অপ্রত্যাশিত এ গোল রিয়াল শিবিরে চাপ বাড়িয়ে দেয়।
পিছিয়ে পড়ে দ্রুত সিদ্ধান্ত নেন রিয়াল কোচ জাবি আলোন্সো। একসঙ্গে তিনটি পরিবর্তন এনে নামান কামাভিঙ্গা, ভিনিসিউস জুনিয়র ও ফেদেরিকো ভালভের্দেকে। পরিবর্তনের প্রভাব আসে ৭৮তম মিনিটে।
কর্নার থেকে বেলিংহ্যামের কাঁধে লেগে থাকা বলটি গোলমুখে তৈরি করে বিশৃঙ্খলা, সুযোগটি কাজে লাগিয়ে ডান পায়ের শটে গোল করেন ডিন হাউসেন।
কিন্তু সমতা বেশিক্ষণ টিকেনি। ৮৪তম মিনিটে দ্রুতগতির আক্রমণে ডিবক্সের বাইরে থেকে শক্তিশালী শটে আবারও এগিয়ে যায় এলচে গোলের লেখক আলভারো রদ্রিগেস। তবে তিন মিনিট পরই আবারও স্কোরলাইন সমান করে ফেলে রিয়াল। বেলিংহ্যামের শট প্রথমবার ঠেকালেও ফিরতি বলে গোলমুখ থেকে জালে পাঠান ইংলিশ মিডফিল্ডারই।
গোল ঠেকাতে গিয়ে ইনিয়াকি পেনিয়া আঘাত পেলেও স্বল্প বিরতি শেষে আবার খেলায় ফেরেন। ম্যাচের যোগ করা সময়ে এলচের ভিক্তর লাল কার্ডে মাঠ ছাড়লেও, রিয়াল জয়সূচক গোল তুলতে ব্যর্থ হয়।
শেষ তিন ম্যাচে জয়হীন রিয়াল চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হার, লিগে রায়ো ভাইয়েকানোর সঙ্গে ড্রয়ের পর এলচের বিপক্ষে আবার পয়েন্ট খোয়াল তারা।
তবুও ১৩ ম্যাচ শেষে ১০ জয় ও ২ ড্রয়ে রিয়াল রয়েছে লিগ টেবিলের শীর্ষে পয়েন্ট তাদের ৩২। মাত্র এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।
এরপর চ্যাম্পিয়নস লিগে ২৬ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে মাঠে নামবে আলোন্সোর শিষ্যরা জয়হীন ধারাবাহিকতা থামানোই এখন তাদের প্রধান লক্ষ্য।
মন্তব্য করুন
