শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বকালের সেরা ফুটবলার নির্বাচিত ক্রিস্টিয়ানো রোনালদো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো
expand
ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগিজ ফুটবল লিগের পক্ষ থেকে সর্বকালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও আরেকটি বড় অর্জন যোগ হলো তার সাফল্যের তালিকায়। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদোকে এ সম্মাননা দেওয়া হয়েছে। দেশের হয়ে এখন পর্যন্ত ২২৩ ম্যাচে করেছেন ১৪১ গোল। ইউরো এবং নেশনস লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

লিগ পর্তুগালের পক্ষ থেকে জানানো হয়, রোনালদো শুধু পরিসংখ্যানেই নয়, তার প্রভাব সংখ্যার বাইরেও বিস্তৃত। খেলায় নৈতিকতা, প্রতিযোগিতার মানসিকতা, এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার স্বীকৃতিই এই পুরস্কার। ব্যক্তিগত রেকর্ড, দলীয় সাফল্য এবং মিডিয়ায় প্রভাব সব মিলিয়ে তিনি নিজেকে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

যদিও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। একটি ভিডিও বার্তায় তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের হয়ে যেকোনো সাফল্যই তার জন্য গর্বের। সতীর্থ, কোচ এবং যারা সবসময় পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি রোনালদো আন্তর্জাতিক ফুটবলে আরেকটি রেকর্ড স্পর্শ করেছেন। হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে একটি গোল করে তিনি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ৪৯ ম্যাচে ৩৯ গোল করে তিনি এখন সমান অবস্থানে রয়েছেন গুয়াতেমালার কার্লোস রুইজের সঙ্গে। আর একটি গোল করলেই এককভাবে বিশ্বকাপ বাছাই ইতিহাসের সেরা গোলদাতার আসন তার দখলে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন