শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাঁচা-মরার ম্যাচের আগে বড় ধাক্কা ইন্টার মায়ামির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
expand
বাঁচা-মরার ম্যাচের আগে বড় ধাক্কা ইন্টার মায়ামির

মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুমের গুরুত্বপূর্ণ সময়েই বড় বিপাকে পড়েছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। প্লে-অফের টিকে থাকার ম্যাচের আগে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন দলের অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

গত ২ নভেম্বর ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের খেলায় বল ছাড়াই প্রতিপক্ষ ডিফেন্ডার অ্যান্ডি নাজারকে লাথি মারেন সুয়ারেজ। যদিও তখন রেফারি বিষয়টি খেয়াল করেননি, কিন্তু ভিডিও রিভিউয়ে ঘটনাটি ধরা পড়ে। পরে এমএলএস ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি যাচাই করে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে।

ফলে আসন্ন শনিবার ন্যাশভিলের বিপক্ষে তৃতীয় ও নির্ণায়ক ম্যাচে মাঠে নামতে পারবেন না ৩৮ বছর বয়সী এই উরুগুইয়ান তারকা। এই ম্যাচেই নির্ধারিত হবে, মায়ামি প্লে-অফে টিকে থাকবে নাকি বিদায় নেবে।

সুয়ারেজের ক্যারিয়ারে বিতর্ক ও শাস্তি যেন পুরনো বিষয়। লিভারপুল, আয়াক্স বা উরুগুয়ে জাতীয় দলের জার্সিতেও তিনি একাধিকবার নিষেধাজ্ঞায় পড়েছেন। চলতি মৌসুমের শুরুতেও লিগস কাপ ফাইনালের বিতর্কিত ঘটনায় ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এই স্ট্রাইকার।

দ্বিতীয় রাউন্ডে ন্যাশভিল ২-১ গোলে জিতে সিরিজে সমতা ফেরায়, আর প্রথম রাউন্ডে ৩-১ ব্যবধানে জিতেছিল ইন্টার মায়ামি। তাই তৃতীয় ম্যাচটাই হয়ে উঠেছে ‘বাঁচা-মরার’ লড়াই।

মেসি ও সুয়ারেজের জুটি মাঠে থাকলে প্রতিপক্ষের রক্ষণ সবসময় সতর্ক থাকে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এবার সেই শক্তিশালী জুটি ভেঙে যাচ্ছে, যা ইন্টার মায়ামির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন