

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। তুলনামূলকভাবে দুর্বল বিবেচিত সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হার মানতে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে।
এতে শিরোপাধারী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর যে সুযোগ ছিল, সেটিও হাতছাড়া হলো।
ম্যাচের প্রায় অর্ধেক সময় রিয়ালকে খেলতে হয়েছে কম খেলোয়াড় নিয়ে-প্রথমে ১০ জন, আর যোগ করা সময়ে নেমে আসে ৯ জনে।
১৬ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৩৬ পয়েন্ট, যা তাদেরকে তালিকার দ্বিতীয় স্থানে রেখেছে; শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা চার পয়েন্ট পেছনে।
২০০৬ সালের পর এই প্রথমবার বার্নাব্যুর মতো কঠিন ভেন্যুতে জয় তুলে নিল সেল্টা ভিগো। পাশাপাশি ২০১৪ সালের মে মাসের পর লা লিগায় রিয়ালের বিপক্ষে টানা ২২ ম্যাচ জয়ের দেখা না পাওয়া দলটি অবশেষে সেই খরা কাটাল। দলের এই ঐতিহাসিক সাফল্যের কেন্দ্রবিন্দু ছিলেন বদলি হিসেবে নামা সুইডিশ মিডফিল্ডার ভিলিয়ত।
দ্বিতীয়ার্ধে নামার পর ৫৩তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
পুরো ম্যাচজুড়ে রিয়াল মাদ্রিদ ছন্দে ফিরতে পারেনি। বল দখলে এগিয়ে থাকলেও এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা ছিলেন কার্যত অনুজ্জ্বল।
৭৫তম মিনিটে গোলরক্ষকের মুখোমুখি হয়েও বল তুলে দেন এমবাপ্পে। এর আগে, ম্যাচের ২৪তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওকে।
রিয়ালের দুঃসময় বাড়ায় শৃঙ্খলাজনিত সমস্যা। ৬৪তম মিনিটে পরপর দুইটি অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া।
আর ইনজুরি টাইমের শুরুতে ভিলিয়তকে ফাউল করার পর রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে লাল কার্ড পান আলভারো কারেরাসও। ফলে শেষ মুহূর্তে রিয়াল নেমে আসে ৯ জনে।
সাম্প্রতিক সময়ে লা লিগায় রিয়ালের পারফরম্যান্সও খুব ভালো নয় সর্বশেষ পাঁচ ম্যাচে তারা জিতেছে মাত্র একটি। এই পরাজয়ের হতাশা নিয়েই আগামী বুধবার (১০ ডিসেম্বর) ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে শক্তিশালী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে মাদ্রিদের দল।
মন্তব্য করুন

