

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ।
শুক্রবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের ড্র, যা অনুষ্ঠিত হলো মূলপর্ব শুরুর ১৮৮ দিন আগে।
ড্র-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা পেয়েছে ‘জে’ গ্রুপে। এ গ্রুপে দলটির প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
এদিকে ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। দলটির প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
ড্র অনুষ্ঠানে পট থেকে বল তুলতে মঞ্চে এসে উপস্থিত হন চার কিংবদন্তি ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি, ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি, মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং এনবিএর চারবারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও’নিল।
মন্তব্য করুন

