রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আর্সেনালকে থামিয়ে দিল ১০ জনের চেলসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লন্ডন ডার্বিতে নাটকীয় এক লড়াইয়ে পূর্ণ শক্তির আর্সেনালকে রুখে দিল মাত্র ১০ জনের চেলসি। ম্যাচের প্রায় এক ঘণ্টা কম খেলোয়াড় নিয়ে মাঠে টিকে থেকেও শক্তিশালী প্রতিপক্ষকে তিন পয়েন্ট তুলতে দিল না ব্লুজরা।

রোববার (৩০ নভেম্বর) স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের এই ম্যাচে ৩৮তম মিনিটে বড় ধাক্কা খায় চেলসি। আর্সেনালের মিকেল মেরিনোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার মইজেস কাইসেদো। এরপরও ম্যাচে লড়াইয়ে পিছিয়ে যায়নি স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় চেলসি। ৪৮ মিনিটে রিস জেমসের কর্নার থেকে উঠে আসা বল অসাধারণ হেডে জালে পাঠান ত্রেভোহ চালোবাহ। একগুচ্ছ খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে বল আর্সেনালের জালে গিয়ে পড়ে।

পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। ৫৯তম মিনিটে বুকায়ো সাকার নিখুঁত ক্রস থেকে হেডে সমতা ফেরান মিকেল মেরিনো—যে মেরিনোকে ফাউল করেই কাইসেদো লাল কার্ড দেখেছিলেন।

শেষ পর্যন্ত আর গোল হয়নি। অতিরিক্ত একজন থাকার পরও জয়সূচক আঘাত হানতে ব্যর্থ হয় গানার্সরা।

এই ড্রয়ে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইল আর্সেনাল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি এবং সমান পয়েন্ট নিয়েই চতুর্থ স্থানে অ্যাস্টন ভিলা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X