মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
expand
সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

রাইজিং স্টার এশিয়া কাপের শিরোপা শেষ পর্যন্ত উঠলো পাকিস্তান শাহীনসদের হাতে। দোহায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত ওভারে সমতায় থামার পর সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল। ফলে রিপন মণ্ডল-সাকলাইনদের স্বপ্নভঙ্গ হয় শেষ মুহূর্তে।

ফাইনালের শুরু থেকেই উত্তেজনা চরমে ওঠে। প্রথম বলেই রানআউটের মাধ্যমে ইয়াসির খানকে ফেরান বাংলাদেশের ফিল্ডাররা। এরপর মেহেরব শূন্য রানে বিদায় করেন মোহাম্মদ ফায়েককে। রাকিবুল বোল্ড করেন গাজী ঘোরিকে। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে পাকিস্তান।

এক সময় ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে টেনে তোলেন সাদ মাসুদ। তার ৩৮ রানের ইনিংসে ভর করেই ১২৫ রানে থামে শাহীনসদের সংগ্রহ। বাংলাদেশের বোলারদের মধ্যে রিপন ১৯তম ওভারে একাই নেন তিন উইকেট, রাকিবুল তুলে নেন দুইটি।

জবাবে ব্যাট করতে নামলে শুরুটা ভালো করেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ ‘এ’। মাত্র ৫৩ রানে হারায় সাত উইকেট। হাবিবুর রহমান সোহান করেন ২৬ রান। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে পরপর ধরা পড়েন আকবর আলী, ইয়াসির রাব্বি, মৃত্যুঞ্জয়রা।

সেখান থেকে মেহেরব ও রাকিবুল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তবে দলীয় ৯০ রানে মেহেরব (১৯) আউট হলে আবারও চাপ বাড়ে। বেশিক্ষণ টিকতে পারেননি রাকিবুলও (২৪)। তবুও শেষ জুটিতে রিপন মণ্ডল ও সাকলাইন ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা চালান। তাদের অবিচ্ছিন্ন ২৯ রানের অংশীদারিতে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের ইনিংস থামে ঠিক ১২৫ রানেই ঠিক পাকিস্তানের সমান স্কোরে।

সেমিফাইনালের মতো ফাইনালও গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে মাত্র ৬ রান। পাকিস্তান জবাবে ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়, আর সেই সঙ্গে নিশ্চিত হয় তাদের শিরোপা উচ্ছ্বাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন