রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ইনিংস ঘোষণা, আয়ারল্যান্ডের লক্ষ্য ৫০৯

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
সেঞ্চুরি মিস করেছেন মুমিনুল হক আর অপরাজিত ফিফটি করেন মুশফিক।
expand
সেঞ্চুরি মিস করেছেন মুমিনুল হক আর অপরাজিত ফিফটি করেন মুশফিক।

ঢাকা টেস্টের চতুর্থ দিনটা সম্পূর্ণভাবে বাংলাদেশের দখলে। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের পর ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ফলে আয়ারল্যান্ডকে জয়ের জন্য অপেক্ষা করছে ৫০৯ রানের বিশাল লক্ষ্য।

চতুর্থ দিনের শুরুতে ১৫৬ রানে ১ উইকেট হারানো অবস্থায় মাঠে নামে স্বাগতিক দল। আগের দিন অপরাজিত থাকা সাদমান ইসলাম ও মুমিনুল হক দিনের ব্যাটিং শুরু করেন।

তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও থেমে যেতে হয় সাদমানকে। ব্যক্তিগত ৬৯ রানের সঙ্গে আরও ৯ রান যোগ করে ১১৯ বলে ৭৮ রান করে আউট হন তিনি। দলের ১৭৩ রানে ম্যাকব্রাইনের বলে থেমে যায় তার ইনিংস।

পরের ওভারেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত পাঁচ বলের বেশি টিকতে পারেননি, মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। টপ অর্ডারের দুই ব্যাটারের দ্রুত বিদায়ের পর চাপ সামলানোর দায়িত্ব পড়ে মুমিনুল হক ও মুশফিকুর রহিমের কাঁধে।

অভিজ্ঞ এই জুটির ঠাণ্ডা মাথার ব্যাটিং দলকে আবারও লিড বড় করতে সাহায্য করে। ফিফটি স্পর্শ করার পরও মুমিনুল ধীরস্থির ব্যাট চালিয়ে যান।

তার সেঞ্চুরি দেখা যেন সময়ের ব্যাপার ছিল। কিন্তু লাঞ্চ বিরতির পরে ৮৭ রানে পৌঁছে থেমে যেতে হয় তাকে ১১৮ বলে গড়া সেই ইনিংসটি ছিল বেশ পরিপক্ব ও নান্দনিক।

অন্যদিকে মুশফিকুর রহিম ছিলেন সম্পূর্ণ নিয়ন্ত্রিত। অভিজ্ঞতার ছাপ রেখে তিনি ৮১ বলে ৫৩ রানের চমৎকার অর্ধশতক গড়েন এবং ইনিংস ঘোষণার সময় অপরাজিত থাকেন। দুজনের স্থির ব্যাটিংয়ে বাংলাদেশের লিড দ্রুত অতিক্রম করে ৫০০ রান।

তারপরই আসে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত। দর্শক ও বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই লক্ষ্য এখন আয়ারল্যান্ডের জন্য প্রায় অসম্ভব সমীকরণ। ম্যাচের নিয়ন্ত্রণ স্পষ্টভাবেই টাইগারদের হাতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন