শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভোটে নয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বুলবুল-ফাহিম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম
আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম
expand
আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে ঢাকা বিভাগের দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম।

সোমবার নির্বাচন কমিশন ঢাকা বিভাগের অপর প্রার্থী কাউন্সিলর এসএম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন বাতিল করায় এ পথ সুগম হয়েছে।

ঢাকা বিভাগ থেকে দুটি পরিচালকের পদে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনজন প্রার্থী। বুলবুল জমা দেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, ফাহিম জমা দেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবং রেদোয়ান মনোনয়ন দেন জামালপুর ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। তবে যাচাই–বাছাই শেষে বাতিল হয় রেদোয়ানের মনোনয়নপত্র।

রিটার্নিং অফিসার শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন সোমবার গণমাধ্যমকে জানান, 'ঢাকা বিভাগ থেকে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একটি বাতিল হয়েছে। সেটি হলো জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এসএম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের।'

কেন বাতিল হলো তার ব্যাখ্যায় তিনি বলেন, 'মনোনয়ন ফরমে যে সমর্থনকারী কাউন্সিলরের স্বাক্ষর দেওয়া হয়েছিল, সেটি তার কাউন্সিলরশিপ ফরমে দেওয়া স্বাক্ষরের সঙ্গে পুরোপুরি অমিল পাওয়া গেছে।'

এদিকে, আরও দুইটি ক্যাটাগরি 'এ'তে মনোনয়নও বাতিল হয়েছে -রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মো. হাসিবুল আলম এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ শওকত হোসেনের।

তবে ক্লাবভিত্তিক ক্যাটাগরি বি এর সবগুলো ৩০টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার মোট ৫১টি মনোনয়নপত্র জমা পড়েছিল।

মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন