শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অন্যরকম সেঞ্চুরি, তাসকিনের টি-টোয়েন্টিতে শত উইকেট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
তাসকিন আহমেদ
expand
তাসকিন আহমেদ

বাংলাদেশের গতিময় পেসার তাসকিন আহমেদ পেলেন ভিন্নধর্মী এক সেঞ্চুরির স্বাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৮২তম ম্যাচে এসে তিনি ছুঁয়ে ফেললেন ১০০ উইকেটের মাইলফলক।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহানকে আউট করে শততম উইকেট পূর্ণ করেন তাসকিন।

এশিয়া কাপের এই ম্যাচটি কার্যত দুই দলের জন্যই ছিল সেমিফাইনালের মতো। জয়ী দল যাবে ফাইনালে, পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। চাপের এমন ম্যাচে তাসকিনের শুরুটা এনে দেয় বাংলাদেশ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস।

২০১৪ সালের ১ এপ্রিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই পেসার এখন পর্যন্ত ওয়ানডেতে ৮১ ম্যাচে নিয়েছেন ১১৮ উইকেট। টেস্ট ক্রিকেটে ১৭ ম্যাচে শিকার করেছেন ৪৯ উইকেট। সব ফরম্যাট মিলিয়ে আজকের ম্যাচ পর্যন্ত তাসকিনের মোট উইকেট সংখ্যা দাঁড়াল ২৬৬-এ।

দেশের পেস আক্রমণের ভরসা হয়ে উঠা এই ক্রিকেটার এক দশকের ক্যারিয়ারে বারবারই প্রমাণ করেছেন তার দক্ষতা ও লড়াকু মানসিকতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন