

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপের সুপার ফোরে ফাইনালের লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। জয় দিয়ে সুপার ফোর শুরু করা টাইগাররা আজ জিততে পারলে ফাইনালের পথে বড় ধাপ এগিয়ে যাবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের জন্য দুঃসংবাদ হলো, চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস খেলছেন না। দলের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক জাকের আলি অনিক। এ ছাড়া একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল।
ফাইনালের টিকিট নিশ্চিতের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে শুরুতেই বোলারদের ওপরই ভরসা রাখছে টাইগাররা।
একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন।
বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী ও লিটন দাস।
মন্তব্য করুন
