

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিরাপত্তা ইস্যু তুলে ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই প্রস্তাব গ্রহণ করেনি। এরপরও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।
পরবর্তীতে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি)-তে আবেদন জানায় বিসিবি। কিন্তু সেই আবেদন শুনানির পর্যায়েই পৌঁছায়নি।
কারণ, আইসিসির বোর্ড অব ডিরেক্টরসের সিদ্ধান্ত নিয়ে আপিল শোনার এখতিয়ার এই কমিটির নেই। ডিআরসির কার্যবিধির ১.৩ ধারায় বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে।
এই পরিস্থিতিতে বিসিবির সামনে শেষ বিকল্প হিসেবে ক্রীড়া আদালতে যাওয়ার সুযোগ থাকছে, এবং সংস্থাটি সেই পথেই এগোতে চায়। তবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্যমতে, এই পুরো ঘটনাপ্রবাহে আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট।
আইসিসির এক শীর্ষ সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, আইসিসিকে আগেভাগে অবহিত না করেই সংবাদ সম্মেলন করায় বোর্ড সদস্যরা ক্ষুব্ধ।
ওই সূত্রের ভাষ্য, আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আইসিসির কোনো আনুষ্ঠানিক যোগাযোগ নেই, ফলে বুলবুলের উচিত ছিল আগে আইসিসির সঙ্গে বিষয়টি পরিষ্কার করা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশের বিপক্ষে কঠোর অবস্থান নিতে পারেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। জানা গেছে, তিনি ইতোমধ্যে দুবাই পৌঁছেছেন। শনিবার সেখান থেকেই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
মন্তব্য করুন

