সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

২ দিন গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
গ্যাসের চুলা
expand
গ্যাসের চুলা

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সীমাবদ্ধতার কারণে আগামীকাল শনিবার থেকে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে। এই পরিস্থিতি ২৪ ঘণ্টা ধরে বিরাজ করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে শনিবার দুপুর ১২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের সব শ্রেণির গ্রাহক স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই সমস্যার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X