

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়া কাপের সুপার ফোরে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ মঙ্গলবার আবু ধাবিতে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দু’দলই প্রথম ম্যাচে হেরে গেছে, তাই জয়ী দলই ফাইনালের পথে এগিয়ে যাবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার ফোরে ওঠা শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারে। দাসুন শানাকার ৩৭ বলে অপরাজিত ৬৪ রানও তাদের জেতাতে পারেনি। পাকিস্তানও ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে।
অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানিয়েছেন, ফাইনালে টিকে থাকতে শ্রীলঙ্কার সামনে জয়ের বিকল্প নেই। একই কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।
টি–টোয়েন্টিতে দুই দল ২৩ বার মুখোমুখি হয়েছে; পাকিস্তান জিতেছে ১৩টি, শ্রীলঙ্কা ১০টি। ২০২২ এশিয়া কাপে দু’বার দেখা হয়েছিল দুই দলের, যেখানে লঙ্কানরা দুই ম্যাচেই জয় পায়।
সম্ভাব্য স্কোয়াড
শ্রীলঙ্কা: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারাত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।
পাকিস্তান: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
মন্তব্য করুন
