

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান নিবন্ধন সম্পন্ন করেছেন। তার সঙ্গে এবারের আসরের জন্য আরও নয়জন বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। পিএসএলের খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাটকীয়ভাবে দল ছাড়ার পর মোস্তাফিজের পিএসএলে নাম লেখানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিলেও পরবর্তীতে ভারতের কয়েকটি চরমপন্থী গোষ্ঠীর আপত্তির মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে ছাড়তে বাধ্য হয়। এই ঘটনাটি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এ ঘটনায় ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন ওঠে। সামনে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে। এর প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা উদ্বেগ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠায় এবং ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনা বিবেচনার আহ্বান জানায়। এ নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা চলছে।
এমন পরিস্থিতির মধ্যেই গত ৬ জানুয়ারি রাতে পিএসএল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজকে স্বাগত জানায়। পরে পাকিস্তানি গণমাধ্যমগুলো নিশ্চিত করে, তিনি এবারের পিএসএলে নিবন্ধন করা দশ বাংলাদেশি ক্রিকেটারের একজন।
মোস্তাফিজের পাশাপাশি পিএসএলে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। এর আগে রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন এবং সেই মৌসুমে দলটি শিরোপা জয়ের স্বাদ পায়।
গত আসরে লিটন দাস করাচি কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। এছাড়া তরুণ পেসার নাহিদ রানা ছিলেন পেশোয়ার জালমির স্কোয়াডে। তবে চোটের কারণে লিটন দ্রুত দেশে ফিরে আসেন এবং নাহিদ রানা মাঠে নামার সুযোগ পাননি।
মন্তব্য করুন

