

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরনের স্বস্তির খবর পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। হাঁটুর চোটে ভুগলেও নির্ধারিত সময়ের মধ্যেই সেরে উঠছেন দলের প্রধান পেসার শাহিন শাহ আফ্রিদি। তার পুনর্বাসন কার্যক্রম ইতিবাচকভাবে এগোচ্ছে এবং আগামী সপ্তাহ থেকেই বোলিং অনুশীলনে ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি গতি তারকা।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) ব্রিসবেন হিটের হয়ে খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী আফ্রিদি। এরপর তাকে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরিয়ে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামনে বিশ্বকাপ থাকায় লাহোরে তার পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের একটি ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানে অংশ নেন আফ্রিদি। সেখানে সাংবাদিকদের তিনি জানান, তার রিহ্যাব প্রক্রিয়া সঠিক পথেই রয়েছে। বর্তমানে জিম ও ব্যাটিং অনুশীলন করছেন এবং শিগগিরই বোলিং শুরু করবেন।
চোটের গুরুতর কিছু না হওয়ার কথাও নিশ্চিত করেন এই পেসার। তিনি বলেন, হাঁটুর হাড়ে সামান্য ফোলা থাকলেও এমআরআই রিপোর্টে উদ্বেগজনক কিছু ধরা পড়েনি। দ্রুত সেরে ওঠার ব্যাপারে তিনি আশাবাদী এবং এক সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন বলে ধারণা করছেন।
এর আগে ২০২২ সালে একই হাঁটুর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন আফ্রিদি। সে বছর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে পড়েন তিনি, যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে খেলতে পারেননি। পরে ফিট হয়ে ফিরলেও ফাইনালে আবার চোটে পড়ে শেষ দিকে বোলিং করতে পারেননি।
চলতি বিবিএলে ব্রিসবেন হিটের হয়ে চারটি ম্যাচ খেলেন শাহিন শাহ আফ্রিদি। উইকেট পান দুটি, যদিও তার ইকোনমি রেট ছিল তুলনামূলক বেশি। তবে জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স ছিল উজ্জ্বল। গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিনার মোহাম্মদ নাওয়াজ ও আবরার আহমেদের পর পাকিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।
মন্তব্য করুন

