

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাইক্রোফোন হাতে বিপিএলে উপস্থাপনার দায়িত্ব পালনের কথা ছিল ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। তবে বাংলাদেশে পা রাখার আগেই তার বিপিএল অধ্যায় শেষ হয়ে গেছে। আসার আগেই তাকে উপস্থাপনা প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।
এবার বিপিএলের উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে নতুনত্ব আনার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপিকা জয়নব আব্বাস বাংলাদেশে আসেন। তবে তিনি ফিরে যাওয়ায় ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থাপনার কথা ছিল। শেষ পর্যন্ত তার আর আসা হয়নি।
এদিকে এবারের বিপিএলে ধারাভাষ্য প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধারাভাষ্যকাররা।
রিধিমা পাঠকের বাদ পড়ার পেছনে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। গত শনিবার আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরে বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সও তাকে স্কোয়াড থেকে বাদ দেয়।
এই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়েছে, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা এবং ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ থাকবে।
এই সামগ্রিক উত্তেজনার প্রভাবই শেষ পর্যন্ত বিপিএলে রিধিমা পাঠকের অন্তর্ভুক্তি বাতিলের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন

