

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা দুর্নীতি, অব্যবস্থাপনা ও নীতিগত ঘাটতির অভিযোগ তদন্তে যে স্বাধীন কমিটি কাজ করেছিল, তাদের জমা দেওয়া সুপারিশ এখন রিভিউ করবে আরেকটি নতুন কমিটি।
বিসিবির সাম্প্রতিক বোর্ড সভায় এই চার সদস্যের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, বিসিবি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। সেই কমিটিতে ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। তাঁদের জমা দেওয়া প্রতিবেদনে বিপিএলের কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে করণীয় সুপারিশও করা হয়েছে।
কিন্তু এবার সেই সুপারিশ যাচাই করতে নতুন করে রিভিউ কমিটি গঠন করায় বিষয়টি ক্রিকেট মহলে কিছুটা কৌতুকের জন্ম দিয়েছে।
বিসিবির ব্যাখ্যা
বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, “বিপিএল সংক্রান্ত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্ট হাতে এসেছে। এখন যে টিম গঠন করা হয়েছে, তারা সেই রিপোর্ট রিভিউ করবে। এটি কোনো ট্রাইব্যুনাল নয়, বরং আইনি বিষয়গুলো যাচাইয়ের জন্য যাঁরা দক্ষ, তাঁদের নিয়েই এই টিম করা হয়েছে। এই কমিটি দ্রুত জানাবে বোর্ডের করণীয় কী হওয়া উচিত। কারণ, রিপোর্টে যে সুপারিশগুলো আছে, সেগুলো নিয়ে বোর্ড দ্রুত পদক্ষেপ নিতে চায়। হয়তো এমন কিছু বিষয় আছে, যেগুলো আমাদের ক্রিকেটের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেগুলো দ্রুত চিহ্নিত করে করণীয় জানানোই হবে এই কমিটির দায়িত্ব।”
প্রক্রিয়ার স্বচ্ছতার নিশ্চয়তা
এর আগে ২৬ আগস্ট বিসিবি জানিয়েছিল, স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে যাদের নাম এসেছে, তাদের বিষয়ে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি দমন নীতি ও দেশের প্রচলিত আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায়সংগত রাখতে এই পর্যায়ে কারও নাম প্রকাশ করা হবে না।
নতুন কমিটির কাজ ও সময়সীমা
নতুন রিভিউ কমিটিতে বিসিবির কয়েকজন পরিচালক, সাবেক অধিনায়ক ও বিপিএলের টেকনিক্যাল ডিরেক্টর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারা কবে কাজ শুরু করবে এবং কবে নাগাদ চূড়ান্ত রিভিউ প্রতিবেদন জমা দেবে, তা এখনও স্পষ্ট নয়।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    