শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ছয় ম্যাচে বাংলাদেশের জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
নারী ক্রিকেট দল
expand
নারী ক্রিকেট দল

বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জয়ের ধারা অব্যাহত রেখে শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছন্দ পায় টাইগ্রেসরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।

ওপেনিংয়ে দিলারা আক্তার খেলেন ২৮ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস। তার সঙ্গে জোয়াইরিয়া ফেরদৌস করেন ২২ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউটে বিদায় নেন।

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি ম্যাচের নিয়ন্ত্রণ নেন। তাদের গড়া শতরানের জুটিতেই বড় স্কোরের ভিত তৈরি হয়। আগ্রাসী ব্যাটিংয়ে সোবহানা অল্পের জন্য অর্ধশতক থেকে বঞ্চিত হন। তিনি ২৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করেন। অন্যদিকে, নিগার ছিলেন অনবদ্য—৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে মাত্র ৩৫ রানের মধ্যেই ৫ উইকেট হারায় তারা। শেষদিকে পিপা স্প্রাউল ২৩ বলে অপরাজিত ২৭ রান করলেও দলকে বড় বিপর্যয় থেকে রক্ষা করতে পারেননি। নির্ধারিত ওভারে স্কটল্যান্ড থামে ৯ উইকেটে ১০১ রানে।

বাংলাদেশের হয়ে বল হাতে মারুফা আক্তার ২৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। স্বর্ণা আক্তারও দারুণ বোলিং করে ১৩ রানে তুলে নেন ২টি উইকেট।

ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে টানা ষষ্ঠ জয়ের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শক্ত অবস্থান আরও সুদৃঢ় করল বাংলাদেশ নারী দল। এর আগেই টানা পাঁচ জয়ের সুবাদে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X