শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাঠেই মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি
expand
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। ম্যাচ শুরুর আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর তখনও প্রায় ২০ মিনিট বাকি ছিল। মাঠে দুই দলের খেলোয়াড়রা নিজ নিজ ড্রেসিংরুমের সামনে ওয়ার্মআপে ব্যস্ত ছিলেন। সেই সময় কোচিং স্টাফদের সঙ্গে উপস্থিত থাকা মাহবুব আলী জাকি হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন।

দ্রুত পরিস্থিতি বুঝে টিম স্টাফরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়, তাকে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে সব ধরনের চিকিৎসা চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সময় মাঠে থাকা সংশ্লিষ্টদের মতে, পুরো পরিবেশটি মুহূর্তেই শোকাবহ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে যুক্ত থাকা মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যু ক্রিকেট মহলে গভীর শোকের সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X