

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। সব প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর মধ্যেই দল গঠনে বড়সড় চমক দেখিয়েছে টুর্নামেন্টের শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। সরাসরি চুক্তির মাধ্যমে ছয়জন অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা।
রংপুরের নতুন সংযোজন ছয় বিদেশি ক্রিকেটার হলেন ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স এবং পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ। বুধবার (১৮ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।
এই ছয়জনই আগের বিপিএল আসরে অংশ নিয়েছিলেন। এর মধ্যে খুশদিল শাহ, ইফতিখার আহমেদ ও আকিফ জাভেদ আগের মৌসুমেও রংপুরের জার্সিতে খেলেছেন। অন্যদিকে ডেভিড মালান, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফ খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে।
নতুন এই সংযোজনের ফলে রংপুর রাইডার্সের চূড়ান্ত স্কোয়াড দাঁড়িয়েছে ২২ সদস্যের। এর আগে নিলাম থেকে ১২ জন খেলোয়াড় দলে নিয়েছিল দলটি, পাশাপাশি নিলামের আগেই সরাসরি চুক্তিতে যুক্ত করা হয়েছিল চারজনকে। সেই চারজন হলেন নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি ও সুফিয়ান মুকিম।
নিলাম থেকে রংপুর যে খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে, তাদের মধ্যে রয়েছেন লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, মেহেদী হাসান সোহাগ, মাহমুদউল্লাহ, আবদুল হালিম, এমিলিও গে এবং মোহাম্মদ আখলাকদ।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে সিলেট টাইটানস বনাম রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ২৯ ডিসেম্বর, প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টের শুরু থেকে ২ জানুয়ারি পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
মন্তব্য করুন

