

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর ফলে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগার যুবারা।
বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৬.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয়। ওপেনার জাওয়াদ আবরার ৩৬ বলে ৪৯ রান করেন। অধিনায়ক আজিজুল হাকিম তামিম করেন ২৯ রান, কালাম সিদ্দিকী করেন ৩২ রান। শেষদিকে ফরিদ হাসানের ২৯ রানে লড়াইয়ের পুঁজি পায় দল।
জবাবে শ্রীলঙ্কা শুরুতেই চাপে পড়ে। একপর্যায়ে ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। নবম উইকেটে প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ১৮৬ রানে অলআউট হয় লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ৩টি করে উইকেট নেন। সামিউন বাশির নেন ২টি উইকেট।
আগামী ১৯ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একইদিন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
মন্তব্য করুন

