শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হেরে গিয়ে ম্যাচের রেফারির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
expand
হেরে গিয়ে ম্যাচের রেফারির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-তে অভিযোগ দায়ের করেছে।

পিসিবি জানিয়েছে, ম্যাচ শেষে ভারতের খেলোয়াড়রা পাকিস্তান দলের সঙ্গে সৌজন্য বিনিময় করেনি। জয় নিশ্চিত হওয়ার পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে সরাসরি ড্রেসিংরুমে চলে গিয়েছেন এবং পরবর্তীতে ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। পিসিবি এ কাণ্ডকে ক্রিকেটীয় চেতনার বিরোধী হিসেবে উল্লেখ করেছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “পিসিবি আইসিসির কাছে অভিযোগ দিয়েছে যে ম্যাচ রেফারি আইসিসির আচরণবিধি এবং এমসিসির আইন লঙ্ঘন করেছেন। ম্যাচ রেফারির কর্মকাণ্ড ক্রিকেটের চেতনার বিরুদ্ধে গেছে। আমরা এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন