

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালে পরিবারের বাড়ি থেকে আলোচিত কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৪ আগস্ট) রাতে নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে স্থানীয় কোতোয়ালি থানা পুলিশও সহযোগিতা করে।
গ্রেফতারের মুহূর্তে ধারণ করা একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে আফ্রিদিকে বলতে শোনা যায়— “আমি শুধু ভয় পাইতেছি, আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট।”
একই ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, তিনি দাদার বাড়িতে অবস্থান করছিলেন এবং বাবার পরিস্থিতি দেখে দাদার কবর জিয়ারত করতে এসেছেন।
ভিডিওতে আফ্রিদি কোরআনের কসম কেটে দাবি করেন, তিনি পালানোর চেষ্টা করেননি।
গাড়িতে ওঠানোর সময় তিনি জিজ্ঞেস করেন, “আমরা কি ডিবিতে যাচ্ছি না?” তখন পাশ থেকে কেউ সংশোধন করে বলেন, “সিআইডি।”
তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে। গত বছরের ১ সেপ্টেম্বর করা ওই মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়। সেখানে আফ্রিদি ছিলেন এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। মামলাটি করেছিলেন জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি।
সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যামামলার ভিত্তিতেই তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আটক করার পর রাতেই ঢাকায় নেওয়া হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
