শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রেম আর ভালোবাসা কি একই জিনিস?

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৮:৩৫ পিএম আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:১৯ পিএম
অধিকার বনাম অংশীদারিত্ব
expand
অধিকার বনাম অংশীদারিত্ব

ভালোবাসা জীবনের এক অমূল্য অনুভূতি। হঠাৎ করেই কখনো কারো প্রতি টান অনুভূত হয়, সাধারণ একজন মানুষকেও তখন অসাধারণ মনে হয়। সেই মুহূর্তে কেউ প্রেমে পড়ে যায়। তবে প্রশ্ন হচ্ছে— প্রেম আর ভালোবাসা কি সমার্থক?

আসলে দুটির মধ্যে মিল থাকলেও পুরোপুরি এক নয়। প্রেম ও ভালোবাসা আলাদা আবেগ বহন করে।

মূল পার্থক্যগুলো:

১. প্রেম জন্ম নেয় মনে প্রেম মূলত মানসিক একটি অবস্থা। ইচ্ছা করলেই এটি তৈরি হয় না। কারো প্রতি টান বা আকর্ষণ তৈরি হলে স্বাভাবিকভাবেই প্রেম জেগে ওঠে। তখন আবেগই মানুষকে চালিত করে। ভালোবাসা অবশ্য এতটা নিয়ন্ত্রণমূলক নয়।

২. প্রেম হতে পারে একতরফা, ভালোবাসা সাধারণত দুই পক্ষের ভালোবাসায় দুজনের পারস্পরিক টান জরুরি। দুপক্ষই একে অপরকে অগ্রাধিকার দেয়। কিন্তু প্রেমের ক্ষেত্রে একতরফা আকর্ষণও হতে পারে।

৩. অধিকার বনাম অংশীদারিত্ব আমরা পরিবার, বন্ধুদের ভালোবাসি— সেখানকার টানটা আসে সম্পর্কের অধিকার থেকে। কিন্তু প্রেমে শুধু অধিকার নয়, সঙ্গে যুক্ত হয় সঙ্গী হওয়ার আকাঙ্ক্ষা ও বিশ্বাস।

৪. প্রেম মানে পাশে থাকার আকাঙ্ক্ষা প্রেমে পড়লে মানুষ প্রিয়জনের জন্য সবকিছু করতে চায়, সবসময় কাছে থাকতে চায়। বিপরীতে ভালোবাসা ব্যক্তির স্বাধীনতাকে গুরুত্ব দেয়। প্রয়োজনে দূরে থেকেও ভালোবাসা অটুট থাকতে পারে।

৫. প্রেম দীর্ঘস্থায়ী, ভালোবাসা বদলে যেতে পারে ভালোবাসা কখনো সময়ের সঙ্গে ম্লান হয়ে যেতে পারে। কিন্তু সত্যিকারের প্রেম হলে তা দীর্ঘস্থায়ী হয়। একবার গড়ে উঠলে এ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উভয়েই চেষ্টা করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন