রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলি দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছে: বিএনপি নেতা ইশরাক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:০৩ এএম
ইশরাক হোসেন-ফাইল ছবি
expand
ইশরাক হোসেন-ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন বলেছেন, নতুন দলের নেতাদের কণ্ঠে এখন পুরোনো রাজনৈতিক কুচক্রীদের আওয়াজ শোনা যাচ্ছে—যারা আওয়ামী লীগের সুরে কথা বলছে।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ইশরাকের ভাষায়, নতুন রাজনৈতিক দলগুলোর কিছু নেতা ও পুরনো রাজনৈতিক বিশ্বাসঘাতকরা একই রকম ‘হাসিনা-মার্কা’ বক্তব্য দিচ্ছেন এবং অন্যদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছেন।

তিনি অভিযোগ করেন, একজন নতুন নেতা ওবায়দুল কাদেরের মতো আচরণ করে দেশের বিশিষ্ট ব্যক্তি ও অভিজ্ঞ রাজনীতিকদের প্রতি অসম্মানজনক ভাষায় কথা বলছেন—যা রাজনৈতিক শালীনতার পরিপন্থী।

তিনি আরও লেখেন, “এই শ্রেণির কথিত নতুন বন্দোবস্তের অর্থ দাঁড়াচ্ছে—আওয়ামী লীগ যেমন দুর্নীতি করেছে, তারা সুযোগ পেলে তারও চেয়ে বেশি করবে।”

ইশরাকের মতে, এই দলে এমন কিছু গোষ্ঠী আছে যারা অতীতে ঐক্যমত্য কমিশনের নামে জাতির সঙ্গে প্রতারণা করেছে, এখনো টকশো ও গণমাধ্যমে জাতীয় স্বার্থবিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ সরাসরি নির্বাচনের বিরোধিতা করে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে।

তিনি আরও উল্লেখ করেন, “একজন স্বঘোষিত আইনজীবী বলেছেন—‘প্রধান উপদেষ্টা সকালে ঘুম থেকে উঠে যা বলবেন, সেটাই সংবিধান’। এমন বক্তব্য শুধু অজ্ঞতাই নয়, এটি জাতির সঙ্গে উপহাস।”

ইশরাক তার পোস্টে আরও বলেন, “ইতিহাস বিকৃত করে যারা তরুণ প্রজন্মকে ভুল পথে পরিচালিত করছে, তারা দেশের গণতন্ত্রের জন্য হুমকি।”

শেষে তিনি মন্তব্য করেন, “জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বৈরাচারবিরোধী লড়াইয়ের ক্ষেত্রেই রাজনীতিবিদদের ‘আঙুল বাঁকা’ হয়—স্বার্থের জন্য নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন