

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা সামারুহ মির্জা তার বাবার কারাবন্দি জীবনের স্মৃতিচারণ করে আবেগঘন একটি বার্তা দিয়েছেন। তিনি রাজনৈতিক কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন— নিজের জীবন, ভবিষ্যৎ ও আদর্শ রাজনীতি নিয়ে এখন নতুন করে ভাবার সময় এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে সামারুহ লেখেন, তিনি যখন জেলখানায় বাবার সঙ্গে দেখা করতে যেতেন, তখন ফখরুল ইসলাম নিজের কষ্টের কথা না বলে বরং আন্দোলনে অংশ নেওয়া তরুণ কর্মীদের নির্যাতনের কথা বলতেন। অনেকের নখ তুলে ফেলা হয়েছে, শরীরে ছিল মারধরের চিহ্ন— এসব মনে করে কাঁদতেন ফখরুল। তিনি এসব কর্মীদের জন্য গভীর মমতা ও অপরাধবোধ প্রকাশ করতেন।
সামারুহ লেখেন, “আব্বু বলত, এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করল, বিয়ে করেনি, কেউ পড়াশোনা ঠিক করে করতে পারেনি। ফেরার সময় আম্মুকে বলত, কিছু টাকা দিয়ে যেও— যাতে তারা ভালোভাবে খেতে পারে।”
তিনি আরও লিখেন, “পনেরো বছরে যারা সংগ্রাম করল, আজ তারা পাশে নেই, আর নতুন কেউ হঠাৎ এসে জায়গা নিয়ে নিচ্ছে। এখন সময় কান্নাকাটি বা অভিযোগ করার নয়— বরং নিজের দিকে তাকিয়ে সামনে এগোনোর।”
তরুণ রাজনীতিকদের উদ্দেশে তিনি বলেন, “আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো! এখন সময় নিজেকে গড়ার, ক্যারিয়ার গড়ার, আদর্শিক রাজনীতি করার। কারও ক্যাডার হয়ো না, ভাইয়ের পেছনে ঘুরে সময় নষ্ট করো না। আত্মবিশ্বাস নিয়ে জাতীয়তাবাদ ও গণতন্ত্রের রাজনীতি চর্চা করো।”
সামারুহের মতে, দেশের এই অবস্থায় সঠিক নেতৃত্ব, সুদূরদর্শী কৌশল ও ব্যক্তিগত আত্মবিশ্বাস সবচেয়ে জরুরি। তিনি লেখেন, “লাইফে সবচেয়ে জরুরি হলো ইমান আর স্ট্র্যাটেজি। তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে। তাতেই দলের সবচেয়ে উপকার হবে। The choice is yours!”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
