রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন করে শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই: মাহফুজ আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ এএম আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ এএম
মাহফুজ আলম
expand
মাহফুজ আলম

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, তারা নতুন করে পথচলার সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করতে আগ্রহী।

এ ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষোভ, হতাশা ও দীর্ঘদিনের নীরবতার কথা যেমন শোনা হবে, তেমনি নিজেদের ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সীমাবদ্ধতা এবং দুর্বলতাগুলোকেও স্বচ্ছভাবে মূল্যায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, গত দেড় বছরের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে সামনে এগোনোর নতুন সুযোগ ও দিকনির্দেশনা খুঁজে দেখাই তাদের লক্ষ্য।

রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লিখেন, নতুন উদ্যোগ নিয়ে কথা বলার পর গত দুই সপ্তাহে তিনি কয়েকশ’ শিক্ষার্থী ও সচেতন নাগরিকের সঙ্গে মতবিনিময় করেছেন।

এসব মানুষ একসময় নতুন রাজনৈতিক কাঠামো ও বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি আশাবাদী ছিলেন। আলোচনার শেষে দেখা গেছে, অনেকের মধ্যে হতাশা ও আস্থার সংকট থাকলেও সবাই আবার চেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন।

তিনি আরও লিখেন, যারা বৈষম্যহীন সমাজব্যবস্থা, মানবাধিকার ও ন্যায়বিচারে বিশ্বাস করেন, পাশাপাশি নতুন ধরনের আর্থ-রাজনৈতিক কাঠামোর পক্ষে অবস্থান নেন এবং প্রচলিত দ্বি-দলীয় বা জোটনির্ভর রাজনীতির বাইরে নীতিভিত্তিক ও আপোসহীন রাজনৈতিক চর্চা চান, তারা যোগাযোগ করতে পারেন।

মতামত বা প্রশ্ন পাঠানোর জন্য তিনি একটি ই-মেইল ঠিকানাও দিয়েছেন: [email protected]

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X