রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের: তাসনিম জারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও তাসনিম জারা
expand
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও তাসনিম জারা

বরিশালে বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফুয়াদ সামনে দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একদল মানুষ ‘ফুয়াদের দুই গালে জুতা মারো’ ও ‘ফুয়াদের চামড়া তুলে নেব’এমন স্লোগান দিচ্ছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু সহকর্মী তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিতে চেষ্টা করেন।

আজ দুপুরে নিজ নির্বাচনী এলাকায় গেলে স্থানীয় জনতার এমন তোপের মুখে পড়েন ব্যারিস্টার ফুয়াদ।

ঘটনাটি নিয়ে সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

পোস্টে তাসনিম জারা বলেন, আজ রোববার বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের।

তিনি আরও বলেন, ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সাথে আমার বা আপনার মিল না থাকতে পারে।

তার দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে।

কিন্তু একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান, তখন তাকে ঘিরে ‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না।

তাসনিম জারা বলেন, রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে তাকে ভোট দিবেন, না চাইলে দিবেন না।

কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্তা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোন আচরণ নয়।

শেষে তিনি আরও বলেন, ‘রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X