রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর পক্ষে যমুনা টিভির উপস্থাপিকা নিকোলের উত্তপ্ত বাকবিনিময় ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
যমুনা টেলিভিশনের উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল
expand
যমুনা টেলিভিশনের উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল

বঙ্গবন্ধুকে ‘বিশ্বাসঘাতক’ বলায় ক্ষোভ প্রকাশ করেন যমুনা টেলিভিশনের উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল। তিনি রীতিমত মারমুখি হয়ে পড়েন, বার বার আলোচককে আক্রমণ করতে থাকেন, এক পর্যায়ে তার মাইক বন্ধ করে দেন।

জামায়াতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি স্বাধীনতার মাসে টেলিভিশনের সেটে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই।”

উপস্থাপিকার এ মন্তব্যে ব্যারিস্টার শাহরিয়ার কবিরও তীব্র প্রতিক্রিয়া জানান।

তিনি পাল্টা বলেন, “অতিথি মানেই ভগবান। অতিথির সম্মান করতে হয়। আপনি স্বৈরাচারির কায়দায় আগেও কথা বলেছেন। তখন উপস্থাপিকা বলেন আমার অনুষ্ঠানে আমার কথা মত চলতে হবে।

তখন আলোচক বলেন, এখানে আপনার অনুষ্ঠান বলে কিছু নেই। আমি আপনার অনুষ্ঠানে আসিনি—আমি যমুনা টিভির আমন্ত্রণে ১৬ কোটি মানুষের কথা বলতে এসেছি।

লাইভ সম্প্রচারের সময় দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ ধরে তর্ক-বিতর্ক ও উত্তপ্ত বাকবিনিময় চলে।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বেশির ভাগ নেটিজন যমুনা টিভির উপস্থাপিকা নিকোলকে যমুনা টিভি থেকে সরিয়ে দেবার দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X